ঢাকা Friday, 26 April 2024

দুর্গোৎসবে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন  

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: 23:35, 18 October 2021

দুর্গোৎসবে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন  

দুর্গোৎসবে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) শহরের চৌরাস্তায় জেলার কয়েকটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। 

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, হিন্দু মহাজোটের সভাপতি গৌড় হরি বর্মন, সাধারণ সম্পাদক অরুন কুমার রায়, প্রফেসর মনতোষ কুমার দে, গড়েয়া ইসকন মন্দিরের সহকারী অধ্যক্ষ কংসহন্ত দাস, পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, জেলা যুব মহাজোটের আহ্বায়ক জয় মহন্ত অলক প্রমুখ। 

বক্তারা বলেন, রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল দুর্গা উৎসবের সময় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা চাই সকল সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে স্বাধীনভাবে উৎসব পালন করুক। তাই রাষ্ট্রের সুনাম অক্ষুণ্ন রাখতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কার্যকর ভূমিকা পালন করবে প্রশাসন। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। 

মানববন্ধনশেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের হাতে বেশকিছু দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন তারা।