ঢাকা Friday, 26 April 2024

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আনন্দ চিলমারীর শিক্ষার্থীদের চোখেমুখে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: 23:10, 12 September 2021

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আনন্দ চিলমারীর শিক্ষার্থীদের চোখেমুখে

দীর্ঘদিন পর স্কুল খোলায় চোখে-মুখে আনন্দের আভা শিক্ষার্থীদের। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা মুখরিত তাদের আগমনে। বহুদিন পর ঢংঢং করে বাজল স্কুলের ঘণ্টা। সবাই আনন্দচিত্তে ঢুকে পড়ল পরিচিত সেই শ্রেণিকক্ষে। এমন চিত্রই আজ রোববার (১২ সেপ্টেম্বর) দেখা গেছে চিলমারীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে।  

গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, অনেক দিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরেছি। সকল পরিচিত মুখ দেখে আনন্দ লাগছে। কিছুটা স্বস্তি নিয়ে আবারও লেখাপড়ায় মনোযোগী হতে যাচ্ছি ভাবতেই ভালো লাগছে। 

থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়া আক্তার বলে, অনেকদিন ঘরবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম। স্কুল খুলছে - এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। 

গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ বলেন, অনেকদিন পর শিক্ষার্থীরা কলেজে ফিরেছে। তাদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হচ্ছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সকল সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা খুলে দেয়া হয়েছে। এর মধ্যে মাধ্যমিক স্কুল ১৯টি, ১২টি মাদরাসা ও চারটি কলেজ রয়েছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সালেহ সরকার বলেন, উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯৩টি। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে প্রবেশ করানো ও পাঠদান করা হচ্ছে।