ঢাকা Tuesday, 30 April 2024

উল্লাপাড়ায় দু`দিনব্যাপী মানবধর্ম মেলার উদ্বোধন 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: 15:26, 16 April 2024

উল্লাপাড়ায় দু`দিনব্যাপী মানবধর্ম মেলার উদ্বোধন 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই দিনব্যাপী মানবধর্ম মেলার উদ্বোধন করা হয়েছে।  উপজেলার বন্যাকান্দি বাজারের কাছাকাছি  মাঠে গতকাল সোমবার রাত আটটার দিকে বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘ এর আয়োজনে এ মেলার উদ্বোধন করেন রিসার্চ ফেলো ও আদিবাসী গবেষণা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।  

সৈয়দ রহমত উল্লাহ রাজনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও লেখক অধ্যাপক ড. রতন সিদ্দিকী, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহমিদা ইয়াসমিন কলি, জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম জামাল আব্দুন নাসের, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক শামীম হাসান, তরিকতে আহলে বাইত বাংলাদেশের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হুদা মোমিন, তরিকতে আহলে বাইত বাংলাদেশের সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক আজিজুল হক চিশতি,  জুলফিকার বকুল।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রিলা চৌধুরী। এছাড়া কবিতা , গান ও কাওয়ালী গান অনুষ্ঠান হয়েছে। বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘে'র সাধারণ সম্পাদক কবি ওমর ফারুক অনুষ্ঠানের  সঞ্চালনা করেন।