ঢাকা Tuesday, 30 April 2024

মতলবে মায়া চৌধুরীর সাথে দলীয় নেতাকর্মীদের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: 14:08, 14 April 2024

মতলবে মায়া চৌধুরীর সাথে দলীয় নেতাকর্মীদের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

ছবি: স্টার সংবাদ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

ঈদের তৃতীয় দিন শনিবার (১৩ এপ্রিল) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বারআনী গ্রামে ছেংগারচর পৌর মৎস্যজীবি লীগের সভাপতি মোহাম্মদ হোসেন সরকার জনির বাড়িতে এক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং উপজেলার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের খোঁজ খবর নেন মায়া চৌধুরী।

এসময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি সর্বদা নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এবং আমার পরিবার মৃত্যুর আগ পর্যন্ত জনমানুষের সেবায় নিয়োজিত থাকবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

এসময় উপস্থিত ছিলেন, তার সহধর্মিনী মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রিনা, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও প্রয়াত সাজেদুল হোসেন দিপু চৌধুরীর সহধর্মিনী সূবর্না চৌধুরী বিণা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব লায়ন আরিফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী, কলাকান্দা ইউপি চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোঃ চাঁন মিয়া বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, মোঃ আহসান উল্লাহ হাসান, ছেংগারচর পৌর মৎস্যজীবি লীগের সভাপতি মিল্লাতুনেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলী বেগম, উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মামুন, মাথা ভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহিবুল হক চৌধুরী সুমিতসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।