ঢাকা Monday, 29 April 2024

ঈদ ও নববর্ষের ছুটিতে সাজেকে পর্যটকদের ভিড়

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: 15:57, 13 April 2024

ঈদ ও নববর্ষের ছুটিতে সাজেকে পর্যটকদের ভিড়

ছবি: স্টার সংবাদ

রাঙামাটির মেঘের রাজ্য বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে গরম উপেক্ষা করে ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় বাড়ছে প্রতিনিয়ত। মুসলমানদের ঈদ ও পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বর্ষবরণ একসাথে হওয়ায় সাজেকে টানা ছুটিতে পর্যটকদের এমন উপচে পড়া ভিড় দেখা গেছে, বর্ষবরণ দেখে মুগ্ধ পর্যটকরাও। আসার আগে থেকেই অনেক পর্যটক সাজেক ভ্যালির রিসোর্ট-কটেজের কক্ষ আগাম বুকিং দিয়ে রেখেছেন। ইতোমধ্যে সব কক্ষ বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন পর্যটক সংশ্লিষ্টরা।

ঢাকা থেকে ঘুরতে আসা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। প্রথমবার আসায় অনেক ভালো লাগছে। এখন পর্যটকের সংখ্যাও বেশি।

চট্টগ্রাম থেকে আসা এনামুল হক বলেন, আগেও এসেছি, এবার ঘুরতে এসে অনেক ভালো লাগছে। এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বর্ষবরণ দেখে মুগ্ধ হয়েছি। আগামীকাল চলে যাব।

সাজেক ট্যুর গাইডের সত্ত্বাধিকারী ইউনুস আরেফিন বলেন, বর্তমানে সাজেকে পর্যটকদের তীব্র ভিড়। গতকালের চেয়ে আজকে পর্যটকের আগমন বেশি। এতে আমরাও খুশি।

সাজেকের হিল ভিউ রিসোর্টের মালিক ইন্দ্রজিৎ চাকমা বলেন, আমাদের রিসোর্টের সব কক্ষ আগামীকালকের জন্যসহ বুকিং হয়ে গেছে। নতুন কাউকে রিসোর্টে জায়গা দেওয়া যাবে না।

এ বিষয়ে কটেজ মালিক সমিতি অফ সাজেকের সহ-সভাপতি থাই চয়ৎ চৌধুরী জয় বলে, সাজেকে সারা বছরই পর্যটক থাকে, তবে এবারের ছুটিতে পর্যটকের সংখ্যা বেশি। বর্তমানে ১৭০ টি কটেজের সবগুলোই বুকিং হয়ে গেছে। যদি কেউ বুকিং না করে এসে রুম না পান, তাহলে আমার চেষ্টা করবো তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য।