ঢাকা Tuesday, 30 April 2024

শৈলকুপায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ইফতার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: 19:46, 8 April 2024

শৈলকুপায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় পথচারী রোজাদার, ভ্যানচালক ও মসজিদে ইফতার বিতরণ করেছে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (৮ এপ্রিল) ইফতারের পূর্ব মুহূর্তে উপজেলার কাতলাগাড়ি বাজারে দিনমজুর, পথচারী রোজাদার ও ভ্যানচালকদের হাতে ইফতার তুলে দেন ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ নামের সংগঠনের সভাপতি উজ্জল আলী। এর আগে ওই এলাকার কয়েকটি গ্রামের বিভিন্ন মসজিদে ইফতার পৌঁছে দেন সংগঠনের একঝাঁক তরুণ সদস্যরা।

অবিরাম উন্নয়নে বাংলাদেশ’র সভাপতি উজ্জল আলী বলেন, 'এটি একটি অরাজনৈতিক সংগঠন। স্বেচ্ছায় মানুষের সেবার ব্রত নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। অনেক শ্রমজীবী মানুষের জীবিকার তাগিদে সন্ধ্যা হয় রাস্তাতেই। তাদের কথা বিবেচনা করেই আমাদের আজকের ক্ষুদ্র আয়োজন। প্রতিবছরই রমজানে আমরা চেষ্টা করেছি একবেলা তাদের পাশে থাকতে।'

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক রাব্বি হোসেন, সদস্য জাহিদুল, আকাশ, কাশেম, ইমতিয়াজ, আরিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে ক্রমান্বয়ে সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে। সংগঠনের সভাপতি উজ্জল আলীর ব্যক্তিগত সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণ, ঈদে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, অসুস্থ-হতদরিদ্র মানুষের অর্থ প্রদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান, মাদ্রাসাশিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, পাঠাগারে বই বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, গাছের চারা বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ জাতীয় দিবসগুলোতে নানা কর্মসূচি পালন করে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।