ঢাকা Monday, 29 April 2024

‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের মূল কারণ বঙ্গবন্ধু সেতু ও টোলপ্লাজা’

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: 21:51, 4 April 2024

‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের মূল কারণ বঙ্গবন্ধু সেতু ও টোলপ্লাজা’

হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান বলেছেন দুইটি কারণে মূলত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুতে যানজটের সৃষ্টি হয়। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু দুইলেন এবং টোলপ্লাজার কারণে মূলত যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মহাসড়কগুলো ফোর লেন হওয়ায় যানবাহন যে গতিতে আসে। সেগুলো বঙ্গবন্ধু সেতুতে এসে হয়ে যায়। এ কারণে সেতুর কাছে এসে যানবাহনের জট বেধে যায়। এটা স্বাভাবিক বিষয়। নতবে এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলাবাহিনী সংর্বাত্বক সজাগ রয়েছে।

তিনি বলেন, মহাসড়কে কোন প্রকার ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এ ছাড়া, পরিবহন মালিকদেরকেও এ বিষয় সজাগ হওয়ার আহ্বান জানান।

এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।