ঢাকা Saturday, 27 April 2024

পুটখালি সীমান্তে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: 20:58, 27 March 2024

পুটখালি সীমান্তে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটক মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান (৩০) বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং ইসরাফিল হোসেন (২৮) একই থানার বালুন্ডা গ্রামের সিরাজুল গাজীর ছেলে।

যশোর র‌্যাব-৬ জানায়, তারা জানতে পারেন যে বেনাপোলের পুটখালি গ্রামে বিশাল গরু ফার্মে কতিপয় মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রির জন্য মজুদ করেছে। এই খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে হাফিজুর ও ইসরাফিলকে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ আটক করে। আটক ফেনসিডিলের মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা বলে র‌্যাব জানিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা বিভিন্নভাবে অবৈধ পন্থায় স্বল্পমূল্যে ফেন্সিডিল এনে যশোরসহ দেশের বিভিন জেলায় বেশি দামে বিক্রি করে থাকেন।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামি হাফিজুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে দুটি এবং ইসরাফিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।