ঢাকা Sunday, 28 April 2024

ফুলবাড়ীতে দিন-দুপুরে ১০টি খড়ের পালায় আগুন 

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: 19:41, 6 March 2024

ফুলবাড়ীতে দিন-দুপুরে ১০টি খড়ের পালায় আগুন 

দিনাজপুরের ফুলবাড়ীতে দিন-দুপুরে ১০টি খড়ের পালায় আগুন লেগে পুড়ে যায় ৩২০ পণ খড়, যার বর্তমান বাজারমূল্য ১ লাখ ২৮ হাজার টাকা। 

বুধবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার শিবনগর ইউনিয়নের চককবির বকুলতলা মোড়ে দুর্বৃত্তের লাগিয়ে দেয়া আগুনে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

জানা যায়, চককবির বকুলতলা মোড়ের একটি খোলায় (ফাঁকা স্থানে) খড় পালা করে রেখেছিলেন ওই গ্রামের কয়েকজন কৃষক। তাদের মধ্যে রোস্তম আলীর খড় ছিল ৮০ পণ, শমশের আলীর ৬০ পণ, মো. রেজওয়ানের ৫০ পণ, আবেদুল ইসলামের ২০ পণ, মোকছেদ আলীর ৩০ পণ, মহিবুলের ৪০ পণ ও শরিফুলের ৪০ পণ। 

দুপুরে সুযোগ বুঝে দুর্বৃত্তরা ১০টি খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এতে খড়ের পালাগুলো জ্বলতে থাকে। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ক্ষতিগ্রস্ত রোস্তম আলী, শমশের আলী ও মো. রেজওয়ান বলেন, আমরা দুপুরে জোহরের নামাজের জন্য মসজিদে গেলে কে বা কারা শত্রুতামূলকভাবে খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়। ততক্ষণে আমাদের খড়ের পালার প্রায় ৩২০ পণ পুড়ে যায়। এতে প্রায় সোয়া লাখ টাকার ক্ষতি হয়েছে। 

ফুলবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা উপেন্দ্র নাথ রায় বলেন, চককবির এলাকায় আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন। এতে ১০টি খড়ের পালা পুড়ে গেছে। 

তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৫০ হাজার টাকার খড় পুড়ে গেছে।