ঢাকা Wednesday, 08 May 2024

গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৩

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: 16:33, 25 February 2024

গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৩

গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার (২৫ ফেব্রুয়ারি)  রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের ছয় সদস্য এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের সত্যতা পান। এ বিষয়ে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালককে জানালে তিনি অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবেন বলে দুদক টিমকে আশ্বস্ত করেন। তারই পরিপেক্ষিতে আজ সকালে দুদুকের অভিযান একটি টিম গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে  ছদ্মবেশে বিভিন্ন সেবা গৃহীতা সাথে কথা বলেন।  সেবাগ্রহিতারা বলেন দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা ছাড়া কোন পাসপোর্টই পার হয় না। এসময় অভিযানিক দল অফিসের সামনে থেকে  উপযুক্ত তথ্যসহ তিনকে হাতে নাতে আটক করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রেজিয়া এ অভিযান পরিচালনা করেন।

মোঃ সোহেল,  কাঞ্চন মিয়া ও রুবেল নামের তিনজনকে দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের সকলেই বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

এ সময় উপস্থিত ছিলেন দুদক রংপুরে সরকারি পরিচালক হোসাইন শরীফ, উপসহকারী পরিচালক নূরে আলম সিদ্দিক।