ঢাকা Monday, 06 May 2024

রাজশাহীতে সাড়ে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: 14:40, 28 January 2024

আপডেট: 15:20, 28 January 2024

রাজশাহীতে সাড়ে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

ছবি : সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী থেকে আট কেজি চার’শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা গ্রামের ফরিদুল ইসলামের খামারবাড়িতে অভিযান চালিয়ে এই হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় সাড়ে আট কোটি টাকা।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ফরিদুলের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ফরিদুল ও তার সহযোগী সোহেল রানা দেয়াল টপকে পালিয়ে যান। পরে পুলিশ তল্লাশি চালিয়ে বাড়ির আঙিনায় থাকা বালির স্তুপের মধ্য থেকে আট কেজি চার’শ গ্রাম হেরোইন উদ্ধার করে।

পলাতক ফরিদুল ও সোহেল রানার বিরুদ্ধে আগেও মাদকের মামলা রয়েছে। তাদেরকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। হেরোইন উদ্ধারের ঘটনায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ সুপার।