ঢাকা Friday, 26 April 2024

 শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: 22:16, 27 June 2022

 শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

নড়াইল মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব স্বপন কুমার বিশ্বাসকে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদ দিয়ে  লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লাঞ্ছিতকারীদের বিচারের দাবিতে গাইবান্ধায় নাগরিক মঞ্চ ও সামাজিক সংগ্রাম পরিষদের ব্যানারে এ মানববন্ধন করা হয়। 

সোমবার (২৭ জুন) দুপুরে শহরের ডিবি রোডস্থ নাট্য সংস্থার সামনে এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বারের সেক্রেটারি এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সদস্য সচিব  মোর্শেদ হাসান দিপন, সদর উপজেলা আদিবাসী সংহতি পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী মূসা,শিক্ষক রঞ্জনী রানী দেবী, রনজিত সরকার,  মৃনাল কান্তি বর্মন প্রমুখ। 

বক্তারা বলেন, দেশে আজ আইনের শাসন নেই বললেই চলে। মানুষ গড়ার কারিগর শিক্ষককে অন্যায় ভাবে মিথ্যা মামলায় লাঞ্ছিত করা হচ্ছে। যারা এসব করছে তারা নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে না। অথচ অন্যায়ের প্রতিবাদ করায় অধ্যক্ষ স্বপন কুমারকে একটি মহল ষড়যন্ত্রমূলক ফাসিয়ে দেয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বক্তারা স্বপন কুমারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ দায়ী ব্যক্তিদের কে অনতিবিলম্বে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।