ঢাকা Saturday, 27 April 2024

সাপাহারে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

স্টার সংবাদ 

প্রকাশিত: 20:33, 8 January 2022

আপডেট: 20:33, 8 January 2022

সাপাহারে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

নওগাঁর সাপাহারে হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মকবুল হোসেন (৩০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার (০৮ জানুয়ারি) ভোরে উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৬ নং পিলারের মেইন পিলারের কাছে ঘটনাটি ঘটে। মকবুল হোসেন উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণসদা পূর্বপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে মকবুল হোসেনসহ কয়েকজন গরু ব্যবসায়ী হাঁপানিয়া সীমান্তের কৃষ্ণসদা এলাকা দিয়ে ভারতে গরু আনতে যান। তারা গরু নিয়ে শনিবার ভোরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফ’র টহলরত সদস্যরা দেখতে পেয়ে গুলি ছোড়ে।

এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতের ২০০ গজ অভ্যন্তরে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহটি ভারতীয় কাঁটাতারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে থাকতে দেখা যায়।

১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভারতের পান্নাপুর ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য একটি বার্তা পাঠানো হয়েছে।