ঢাকা Friday, 26 April 2024

কাউখালীতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গাঁজার চারাসহ আটক ৪

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 00:23, 6 December 2021

কাউখালীতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গাঁজার চারাসহ আটক ৪

রাঙ্গামাটির কাউখালীতে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি, চাঁদা আদায়ের রশিদ বই ও পাঁচ হাজার ৮০টি গাঁজার চারাসহ ইউপিডিএফ’র চার সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কজইছড়ি উপরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) টোল কালেক্টর ও সদস্য নবীন সুন্দর চাকমা (৭৫), রিনয় চাকমা (৩২), নিক্সন চাকমা (২৫) ও গাঁজা চাষি জ্ঞান জ্যোতি চাকমাকে (৩৫) আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় একটি দেশীয় তৈরি পিস্তল, রাইফেলের সাত রাউন্ড, শর্টগানের তিন রাউন্ড গুলি, একটি চাঁদা আদায়ের রশিদ বই, তিনটি মোবাইল সেট, ৫ হাজার ৮০ পিস গাঁজার চারা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ পিপিএম জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।