ঢাকা Wednesday, 08 May 2024

বিএনপি-পুলিশ সংঘর্ষে মুন্সিগঞ্জে রণক্ষেত্র

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 23:46, 21 September 2022

বিএনপি-পুলিশ সংঘর্ষে মুন্সিগঞ্জে রণক্ষেত্র

ছবি সংগৃহীত

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের কারণে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকা। সংঘর্ষে উভয় পক্ষের অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। 

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। 

বিএনপি নেতাকর্মীরা জানান, বুধবার বিকালে মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকায় তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার শেল নিক্ষেপ ও রাবার বুলেট ছোড়ে। এতে তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির। 

অন্যদিকে পুলিশ জানায়, সার্বিক নিরাপত্তার দিক বিবেচনা করে ব্যবস্থা নেয়া হয়। কিন্তু বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

জানা গেছে, এই সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে দুজন সংবাদকর্মীও আহত হয়েছেন। সংঘর্ষকালে কয়েকটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়।