ঢাকা Wednesday, 08 May 2024

বিমানবন্দর সড়কে গণপরিবহণ সংকট, ভোগান্তিতে যাত্রীরা

স্টার সংবাদ

প্রকাশিত: 19:08, 22 January 2023

আপডেট: 21:37, 22 January 2023

বিমানবন্দর সড়কে গণপরিবহণ সংকট, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত ও আগত মুসল্লিদের বাড়ি ফেরা কেন্দ্র করে ঢাকার কুড়িল থেকে বিমানবন্দর সড়কে গণপরিবহণ সংকট দেখা দিয়েছে। দীর্ঘক্ষণ পর বাসের দেখা মিললেও যাত্রীতে ভর্তি থাকে পরিবহণগুলো। এতে ভোগান্তিতে পড়েছে কর্মমুখী মানুষ।

রোববার (২২ জানুয়ারি) সরেজমিন রাজধানীর মিরপুর থেকে কুড়িল ও বিমানবন্দর সড়ক ঘুরে এ চিত্র দেখা গেছে। গণপরিবহণ না পেয়ে অনেকে বাড়তি ভাড়ায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানে করে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।

কুড়িল বিশ্বরোড এলাকা থেকে মিরপুর যেতে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন নাজমুল। তিনি জানান, আজ কোনো বাস পাচ্ছি না। যেগুলো আসে তাও আগেই ভর্তি হয়ে আসে, থামে না। এখন ভাবছি অটোরিকশা বা বাইক হলেও উঠে চলে যাবো। মোটরসাইকেল ও অটোরিকশা চালকরা ভাড়া বেশি চাচ্ছে।

এ সময় একটা পিকআপ ভ্যানে অনেকজন মানুষ উঠতে দেখা যায়। তাদের মধ্য থেকে কয়েকজন জানান, সবার গন্তব্য মিরপুর বা তার আশপাশে হওয়ায় এ ভ্যান পেয়ে ভাড়া ঠিক করে উঠে যায় তারা। রাস্তায় দাঁড়িয়ে থেকে সময় অপচয় করার চেয়ে যেকোনো উপায়ে গন্তব্য পৌঁছাতে চান তারা।