ঢাকা Sunday, 05 May 2024

মেহেরপুরে হিট স্ট্রোকে গৃহবধূর মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 11:51, 21 April 2024

আপডেট: 13:24, 21 April 2024

মেহেরপুরে হিট স্ট্রোকে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে হিট স্ট্রোকে শিল্পি খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

শিল্পি খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী ও পার্শবর্তী আমতৈল গ্রামের বিল্লাল মালিথার মেয়ে।

শিল্পি খাতুনের স্বজনরা জানান, গত কয়েকদিন থেকে মেহেরপুর জেলায় তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। আজ রোববার সকাল থেকেই শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই তাপদাহের মধ্যে শিল্পি খাতুন নিজ বাড়িতে কাজ করার সময় হঠাৎ স্ট্রোক করে মারা যান। এতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

ষোলটাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার পাশা বলেন, ‘হিট স্ট্রোকে শিল্পি খাতুন মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানা যায়, গত কয়েকদিন ধরে মেহেরপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মেহেরপুর জেলার তাপমাত্রা ছিলো ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।