ঢাকা Sunday, 28 April 2024

ফুলবাড়ীতে বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সভা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: 17:05, 18 March 2024

ফুলবাড়ীতে বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সভা

দিনাজপুরের ফুলবাড়ীতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক শান্তি বিকাশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার রাঙ্গামাটি পিএস সেন্টারে সিসিডিবি-সিপিআরপি দাউদপুর নবাবগঞ্জের আয়োজনে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রিতা মণ্ডলের সভাপতিত্বে এবং সংস্থার প্রশিক্ষক জয় মনি সিংহের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, সিসিডিবি-সিপিআরপি’র এরিয়া ম্যানেজার হরি সাধন রায়, বেসরকারি সংস্থা বেসিকের নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিংয়ের কুফল, প্রতিকার ও প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে সিসিডিবি-সিপিআরপি’র সমাজ সংগঠক সুমিত্রা রায়, স্টেফান কুজুরসহ নেটওয়ার্কের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।