ঢাকা Sunday, 05 May 2024

কোনাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 20:04, 13 March 2024

আপডেট: 21:19, 13 March 2024

কোনাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫

গাজীপুরের কোনাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৫ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কোনাবাড়ির শ্রমিক কলোনিতে এই ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দগ্ধদের মধ্যে মোহাম্মদ মাইদুল ইসলাম, মোহাম্মদ কুটি, মোহাম্মদ আরিফুল, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ নূর নবী, মোহাম্মদ নিরব, মোছাম্মৎ শিল্পী ও মোহাম্মদ নাঈমের নাম জানা গেছে। অন্যদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন। আহতদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 

জানা গেছে, স্থানীয় টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির কাছে শফিক খানের বাড়িতে ইফতারের আগে নতুন গ্যাস সিলিন্ডারে সংযোগ দেয়ার সময় বিস্ফোরণ ঘটে। সে সময় সিলিন্ডারটি রাস্তায় ফেলে দেয়া হয়। এতে পথে থাকা লোকজনও দগ্ধ হন। এই ঘটনার পরপরই দগ্ধদের কোনাবাড়ি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে গুরুতর দগ্ধদের ঢাকায় পাঠানো হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির পাশের একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

এদিকে হাসপাতালে দগ্ধদের দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সাতটি শিশুসহ দগ্ধ ৩৫ জনের কেউ শঙ্কামুক্ত না। এদের মধ্যে আটজনের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম যায়। সেখানে গিয়ে দগ্ধ কাউকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই দগ্ধদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।