ঢাকা Friday, 26 April 2024

নিখোঁজ রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 21:38, 3 September 2022

আপডেট: 22:05, 3 September 2022

নিখোঁজ রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

পিরোজপুরের কচা নদীতে পড়ে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তিনি নিখোঁজ হওয়ার দুদিন পর শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কেশদা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আবদুল্লাহ বিন কাফির বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।

জানা যায়, বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা থেকে বরিশালে যাওয়ার পথে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কচা নদীতে পড়ে যান এই রাজস্ব কর্মকর্তা।

তার গাড়িচালক ইব্রাহীম স্বপন জানান, সাতক্ষীরা থেকে বিকেলে বরিশালের উদ্দেশে রওনা হন আবদুল্লাহ বিন কাফি। রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে এসে পৌঁছালে তিনি গাড়ি থেকে নেমে যান। তখন তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান আবদুল্লাহ বিন কাফি।

পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, নদীতে পড়ে নিখোঁজের দুদিন পর ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি খাল থেকে আবদুল্লাহ বিন কাফির মরদেহ উদ্ধার করা হয়েছে।