ঢাকা Friday, 26 April 2024

১০ মণের শাপলাপাতা মাছ বিকালো ৬৫ হাজার টাকায়

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 22:20, 29 December 2021

১০ মণের শাপলাপাতা মাছ বিকালো ৬৫ হাজার টাকায়

পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্যঘাটে ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ বিক্রি হয়েছে ৬৫ হাজার টাকায়। সঙ্গে আরো চারটি ছোট শাপলাপাতা মাছও বিক্রি হয় ১৩ হাজার টাকায়। মাছগুলো কিনে নিয়েছেন স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কয়েকজন জেলে মাছগুলো বিক্রি করতে বাজারে নিয়ে আসেন। 

স্থানীয়রা জানান, বাঁশখালী থেকে দুপুর ১টার দিকে নামবিহীন একটি ট্রলারে জেলেরা মাছগুলো আলীপুরে নিয়ে আসেন। মৎস্যঘাটের আড়তদার ইউসুফ কোম্পানি গণমাধ্যমকে বলেন, এ এলাকার কিছু মানুষ আগে শাপলাপাতা মাছ খেত। মাছটি বেশ সুস্বাদু। কিন্তু সরকার মাছটি ধরা অবৈধ ঘোষণা করায় কোনো জেলে এখন আর তা ধরেন না। তবে মাঝে মাঝে অন্য মাছ ধরার জালে আটকে গেলে জেলেরা বিক্রির জন্য নিয়ে আসেন।

কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাপলাপাতা মাছ শিকার নিষিদ্ধ। এটাকে বন বিভাগ নিয়ন্ত্রণ করছে। তবে জেলেরা এখন শাপলাপাতা মাছ ধরার জন্য জাল বা বড়শি তৈরি করেন না। যদি অন্য মাছ ধরার জালে আটকে যায় তখন জেলেরা তা বিক্রি করার চেষ্টা করেন।

তিনি আরো বলেন, আমাদের সচেতনতামূলক প্রচার চলছে। যদি কোনো জেলে উদ্দেশ্যমূলকভাবে শাপলাপাতা মাছ ধরেন তবে তার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হয়।