ঢাকা Friday, 03 May 2024

থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেপ্তার

স্টার সংবাদ

প্রকাশিত: 12:30, 20 April 2024

আপডেট: 14:57, 20 April 2024

থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা দেওয়াল ভেঙে বাস ঢুকে পড়ে সিভিল এভিয়েশনের সিনিয়র প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকীর মৃত্যুর ঘটনায় রাইদা পরিবহনের ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতের নাম মো. হাসান মাহমুদ হিমেল। তিনি বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের হারুন অর রশিদ আকনের ছেলে। 

আজ শনিবার ভোর ৫টার দিকে র‍্যাব-১ ও র‍্যাব-৮ যৌথভাবে অভিযান চালিয়ে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। র‍্যাব-৮ এর ও র‍্যাব-১ এর একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে নিরাপত্তা বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহনের একটি বাস ঢুকে যায়। এ ঘটনায় সিভিল এভিয়েশনের সিনিয়র একজন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। নিহতের নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি  সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।