ঢাকা Sunday, 05 May 2024

নড়াইলে দুই বাসের সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ১২

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 14:03, 10 April 2024

নড়াইলে দুই বাসের সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ১২

ছবি : সংগৃহীত

নড়াইলে দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১২ জন। বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টা ৫০ মিনিটের সময় নড়াইল-ঢাকা মহাসড়কের দূর্বাজুড়ি এলাকার তেলের পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জাফর হোসেনে (৪০)। তিনি যশোর জেলার বাঘারপাড়া থানার দত্ত রাস্তা এলাকার বাসিন্দা।

জানা যায়, নড়াইল-যশোর মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা লিটন ট্রাভেল ও যশোর থেকে লোহাগাড়াগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকাল বাসটির চালক জাফর হোসেনে (৪০) নিহত এবং উভয় বাসের কমপক্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, দুই বাসের সংঘর্ষে লোকাল বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে আহত হয় লোকাল বাসের যাত্রীরা। পরে আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে চালকের মৃত্যু হয়।

আহতদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

নড়াইল ট্রাফিকের সার্জেন্ট রজব আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই এলাকায় রাস্তা সরু থাকায় সাইড দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।