ঢাকা Thursday, 02 May 2024

সড়ক বিভাজনে উঠে গেল বাস, মেট্রোরেলের পিলারে ধাক্কা

স্টার সংবাদ

প্রকাশিত: 15:46, 9 April 2024

সড়ক বিভাজনে উঠে গেল বাস, মেট্রোরেলের পিলারে ধাক্কা

ছবি : সংগৃহীত

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে সড়ক বিভাজনে উঠে যায় মিরপুর থেকে নিউমার্কেট-আজিমপুরগামী সেফটি এন্টারপ্রাইজের একটি সিটি বাস। এ সময় বাসটি মেট্রোরেলের ৭৪ নং পিলারে সজোরে ধাক্কা মারে। মঙ্গলবার (৯ এপ্রিল) আনুমানিক দুপুর ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত গতির কারণেই (ঢাকা মেট্রো -ব ১১-৭০১৬) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে যায়।

কাফরুল থানার এসআই আব্দুর রশিদ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপারকে খোঁজা হচ্ছে। বাসের ধাক্কায় মেট্রোরেলের পিলারের পানির নিষ্কাশনের পাইপ ভেঙে গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে গাড়ির কাগজপত্রসহ চালক এবং হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।