ঢাকা Monday, 29 April 2024

কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: 16:29, 26 March 2024

কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত

ছবি: স্টার সংবাদ

রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

২৬ মার্চ (মঙ্গলবার) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনি, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, পরবর্তীতে বড়ইছড়ি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য প্যারেড, বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব থেকে দেশের উন্নয়ন নিয়ে আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম, কাপ্তাই থানার ওসি আবুল কালামসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষক এবং নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন।