ঢাকা Thursday, 02 May 2024

২৬ লাখ টাকার ভারতীয় চিনিসহ ৪ জন গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: 21:39, 21 March 2024

২৬ লাখ টাকার ভারতীয় চিনিসহ ৪ জন গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চিনি বহনকারী একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। আটককৃত চিনির আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (২১ মার্চ) হালুয়াঘাটের বাঘাইতলা থেকে নিয়ে আসার পথে ভোর সোয়া ৫টার দিকে নালিতাবড়ী পৌর শহরের আড়াইআনী কালেমা চত্বর মোড় থেকে এসব চিনি বহনকারী যানবাহনসহ জড়িতদের পুলিশ গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- পার্শ্ববর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের বাসিন্দা হারুন মিয়া (৩৪), হালুয়াঘাট পূর্ব বাজারের বাসিন্দা ট্রাক চালক সোহেল মিয়া (২৫), হালুয়াঘাটের ঘোষবেড় গ্রামের বাসিন্দা পিকআপ চালক শেখ ফরিদ (২২) ও সংগ্রা গ্রামের বাসিন্দা হেলপার হৃদয় দাস (১৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাঘাইতলা বাজারের ব্যবসায়ী হারুন মিয়া চোরাই পথে আনা এসব চিনি একটি ট্রাক ও একটি পিকআপে করে পাচার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম ভোর সোয়া ৫টার দিকে পৌর এলাকার কালেমা চত্বরে ট্রাক ও পিকআপ দুটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় ৪৪০ বস্তা (বস্তাপ্রতি ৫০ কেজি) ভারতীয় চিনি পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও পিকআপসহ চিনিগুলো জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট চারজনকে আটক করা হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।