ঢাকা Monday, 29 April 2024

জাল ভোট দেয়ার অপরাধে চার যুবকের কারাদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: 16:09, 7 January 2024

জাল ভোট দেয়ার অপরাধে চার যুবকের কারাদণ্ড

খাগড়াছড়িতে জাল ভোট দেয়ার অপরাধে চার যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জানুয়ারি) সকালে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার অঞ্জন দাশ জানান, ছদ্মবেশে ভোটকেন্দ্রে ঢুকে জাল ভোট দেয়ার অপরাধে জাহিদ হাসান, শওকত মিয়া, মো. হালিম ও মো. ফুলমিয়াকে শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান। তাদের দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১ (চ) ধারা অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

পরে আটকদের পানছড়ি থানায় পাঠানো হয়েছে। এসময় কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. জাফরুল্লাহ উপস্থিত ছিলেন।