ঢাকা Monday, 29 April 2024

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ, দুই ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: 18:07, 11 December 2023

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ, দুই ভারতীয় নাগরিক আটক

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে রামগড়ের ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রামগড়ের ছোটখেদা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন, ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার হারউড পয়েন্ট কোটালস্থ ৮নং কালীনগর দাস দড় গ্রামের রণজিত দাসের স্ত্রী পুষ্প রাণী দাস (৬০) ও তার ছেলে দীপংকর দাস (৩১)।

বিজিবি জানায়, রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের কাশিবাড়ী বিওপির নায়েক সুবেদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল রামগড় থানার ছোটখেদা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারত থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে মা ও ছেলেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ থেকে তাদের রামগড় থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি আরো জানায়, চট্টগ্রামে ছোট ভাই বিনদ দাশের বাড়িতে যাওয়ার উদ্দেশে পুষ্প রাণী দাস বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস জানান, বিজিবি ২ ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করেছে। আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।