ঢাকা Sunday, 28 April 2024

আলমডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: 19:08, 25 August 2023

আপডেট: 20:21, 25 August 2023

আলমডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে মুক্তাকিনা খাতুন ঐশী (১৬) নামে এক স্কুলছাত্রী মারা গেছেন। শুক্রবার (২৫ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি মারা যান। মুক্তাকিনা খাতুন ঐশী আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের হাটখোলা পাঁচলিয়া গ্রামের টাইলস মিস্ত্রি শরিফুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় ঐশীকে সাপে কামড়ায়। এসময় সাপের বিষ নামাতে স্থানীয় কয়েকজন কবিরাজের শরণাপন্ন হয় তার পরিবার। পরে অবস্থা খারাপ হলে মুমূর্ষু অবস্থায় আজ সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ৮নং ইউপি সদস্য রাশেদুজ্জামান জানান, রাতে মেয়েটিকে সাপে কেটেছে। রাতেই কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করিয়ে সকালে হাসপাতালে নিয়ে গেছে পরিবারের লোকজন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। রাতেই তাকে হাসপাতালে নেওয়া উচিত ছিল। তাহলে হয়তো তাকে বাঁচানো যেত।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, সাপের কামড়ে একজন মারা গেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।