ঢাকা Wednesday, 01 May 2024

পদ্মায় তীব্র স্রোত, ফেরি চলাচল ব্যাহত

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 12:57, 22 July 2023

পদ্মায় তীব্র স্রোত, ফেরি চলাচল ব্যাহত

ফাইল ছবি

গত কয়েকদিনে পদ্মা-যমুনায় পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের বিপরীতে নদী পার হতে ফেরিগুলোর স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি সময় লাগছে। তবে যানবাহনের চাপ না থাকায় ফেরি চলাচল ব্যাহত হলেও ঘাটে কোনো যানবাহনের সিরিয়াল নেই।

নৌপথে চলাচলকারীরা বলছেন, স্রোতের তীব্রতায় থেকে কিলোমিটার ঘুরে ফেরিগুলো চলাচল করছে। স্বাভাবিক সময়ে যেখানে ফেরি পারাপারে ২০-২৫ মিনিট লাগে, তীব্র স্রোতের কারণে এখন সেখানে লাগছে ঘণ্টার মতো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, বলেন, নদীতে পানি বৃদ্ধির কারণে তীব্র স্রোত দেখা দিয়েছে। এতে আগের চাইতে ফেরি ঘাটে ভিড়তে দ্বিগুণ সময় লাগছে। তা ছাড়া আর কোনো সমস্যা নেই। বর্তমানে চারটি ঘাটে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।