ঢাকা Thursday, 02 May 2024

২৮ নভেম্বর জামালপুর জেলা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: 22:27, 27 November 2022

২৮ নভেম্বর জামালপুর জেলা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আগামীকাল সোমবার-২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে চলছে শেষ মুর্হুতের প্রস্তুতি। 

এদিকে ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে রোববার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিক সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। জনাকীর্ণ সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আতিকুর রহমান ছানা। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর পৌর সভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হমিদ, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, জামালপুর পৌর চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলালসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

২৮ নভেম্বর ত্রিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সফল কৃষিমন্ত্রী বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান সাবেক মন্ত্রী জননেতা জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা: দীপুমনি এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফ আক্তার পপি, সদস্য  রেমন্ড আরেং, ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর সদর আসনের সাবেক এমপি ও  সাবেক ভুমিমন্ত্রী আলহাজ্ব মো: রেজাউল করিম হীরা, সাবেক তথ্য ও সাংস্কৃতি  মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, সংরক্ষিত  মহিলা আসনের সংসদ সদস্য বেগম হোসনে আরা, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।

সাংবাদিক সম্মেলনে উল্লেখ করা হয় সম্মেলন সফল করতে ৯টি উপ কমিটি গঠন করা হয়েছে। জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের আগে জামালপুর সদরসহ ৫টি উপজেলার ত্রি বার্ষিক সম্মেলন শেষ করা হয়েছে। বাকী দুইটি উপজেলার সম্মেলন জেলা আওয়ামী লীগের সম্মেলনের পর সম্পন্ন করা হবে। এছাড়া জেলা ৬৮টি ইউনিয়নের মধ্যে ৫৯টি ইউনিয়নে ত্রিবার্ষিক সম্মেলন সফলভাবে শেষ করা হয়েছে।

জামালপুর আব্দুল হাকিম স্টেডিয়াম সংলগ্ম জিলাস্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হবে। এজন্য নৌকার আদলে নির্মাণ করা হয়েছে সুবিশাল মঞ্চ। এছাড়াও সকল প্রকার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে জানান জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

সর্বশেষ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গত ২০১৫ সনের ২০ মে। সোমবার ২৮ নভেম্বর- ২০২২ সনের ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি পদে একজন প্রার্থী হয়েছেন। তিনি হলেন জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফারুক  আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম জাফর ইকবাল জাফু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু সিআইপি, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: শাফিকুল ইসলাম মনিছ।

প্রায় সাড়ে সাত বছর ত্রি বার্ষিক সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশের। পুরো জেলা শহর ছেয়ে গেছে নানা রঙের ব্যানার-ফেস্টুনে। রাস্তায়, মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বিশাল বিশাল তোরণ।