ঢাকা Friday, 26 April 2024

ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান

ব্যুরো প্রধান, ময়মনসিংহ 

প্রকাশিত: 21:18, 26 November 2022

ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তাফিজার রহমানকে ময়মনসিংহের নতুন জেলা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি যুগ্ম-সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। 

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্বর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ২৩ নভেম্বর এই নিয়োগাদেশ দেয়া হয়।  

মো. মোস্তাফিজার রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব বিদ্যায় কৃতিত্বের মঙ্গে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে প্রথম বাগেরহাট জেলায় যোগদান করেন। এরপর গাইবান্ধায় সহকারী কমিশনার (ভূমি) এবং কুড়িগ্রাম সদরে উপজেলা নির্বাহী অফিসার, জাতীয় সংসদে, ঢাকা জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে অধিষ্ঠিত হয়ে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

মো. মোস্তাফিজার রহমানকে ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।