ঢাকা Thursday, 02 May 2024

টাঙ্গাইলে পুলিশের ট্রেইনি কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: 01:16, 1 July 2022

টাঙ্গাইলে পুলিশের ট্রেইনি কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে পরিবর্তিত নতুন নিয়োগ পদ্ধতি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে আয়োজিত ৫১তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ব্যাচ ২০২১-এর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোশারফ হোসেন, পিটিসির ভারপ্রাপ্ত কমাড্যান্ট মো. মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়, পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী ও সালমা সৈয়দ পলি, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজে ৬৮১ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেন।

শেষে মাঠ ও শরীর চর্চা বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী জোবায়রুল হাসান শাহিন এবং আইন ও সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অজর্নকারী উজ্জ্বল দাসের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। 
এছাড়া ‘অত্রযাত্রা ২০২২’ নামক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি মো. আখতার হোসেন।