ঢাকা Saturday, 27 April 2024

কুয়াকাটা সৈকতে লেপিডোসেলিম ওলিভাসিয়া প্রজাতির দুটি মৃত কচ্ছপ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: 15:03, 29 March 2024

কুয়াকাটা সৈকতে লেপিডোসেলিম ওলিভাসিয়া প্রজাতির দুটি মৃত কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে দুটি মৃত কচ্ছপ। এগুলোর একটির ওজন প্রায় ৪০ কেজি এবং অন্যটির ৩৫ কেজি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে কচ্ছপ দুটি ভেসে ওঠে। খবর পেয়ে বন বিভাগ ও ইকোফিশের সমন্বয়ে সেগুলোকে মাটিচাপা দেয়া হয়।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, জেলেদের জালে আটকা পড়ে কাছিম দুটি মারা যেতে পারে। যে কাছিম দুটি ভেসে এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (Lepidochelys olivacea)। এরা সাধারণত ৫০ বছরের বেশি সময় বাঁচে। কচ্ছপগুলোর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, জেলেদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আমার ফোর্সসহ দ্রুত চলে আসি। একটি কচ্ছপ একটু দুর্গন্ধ ছড়াচ্ছে, তাই স্থানীয়দের সহযোগিতায় মাটিচাপা দেয়ার ব্যবস্থা করেছি।