ঢাকা Monday, 29 April 2024

মেঘনায় ট্রলারডুবি : আরো ৪ জনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: 14:33, 23 March 2024

মেঘনায় ট্রলারডুবি : আরো ৪ জনের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এর আগে সকাল সোয়া ৮টা উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো চারজন।

এর আগে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ভ্রমণ ট্রলারের ধাক্কা লেগে ডুবে গেলে গতকাল বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও ৮জন নিখোঁজ ছিল। শনিবার সকাল সোয়া ৮টার দিকে আমাদের ফায়ার সার্ভিসের ৪ সদস্যের একটি ডুবরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর রেলসেতু এলাকা থেকে নৌকা নিয়ে ভ্রমণে বের হন কয়েকজন যাত্রী। এসময় একটি বালুবাহী বাল্কহেড নৌকাকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই নৌকাটি ডুবে যায়। এসময় কয়েকজন সাঁতরে তীরে ওঠে। পরে খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এক নারীর মরদেহসহ ৮ জনকে উদ্ধার করে।