ঢাকা Tuesday, 07 May 2024

ইলিশা-১ গ্যাসক্ষেত্রের তৃতীয় স্তরের পরীক্ষা শুরু

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 01:12, 16 May 2023

আপডেট: 01:16, 16 May 2023

ইলিশা-১ গ্যাসক্ষেত্রের তৃতীয় স্তরের পরীক্ষা শুরু

ছবি: সংগৃহীত

ভোলা সদরের ইলিশা- গ্যাসক্ষেত্র কূপের তৃতীয় স্তরের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) প্রথম দ্বিতীয় ডিএসটি পরীক্ষা শেষে সোমবার (১৫ মে) সকাল থেকে তৃতীয় স্তরের পরীক্ষা শুরু হয়।

বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন বলেন, গত মার্চ ইলিশা- গ্যাসক্ষেত্র কূপটির খননকাজ শুরু হয়। ২৮ এপ্রিল কূপের প্রথম স্তরের ডিএসটি পরীক্ষা শুরু হয়। পরে আগুন প্রজ্বলন করে মে দ্বিতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শেষ হয়। সোমবার থেকে তৃতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের ধারণা প্রতিদিন কূপের একেকটি স্তর থেকে ২০ মিলিয়ন এবং তিনটি স্তর থেকে ৫০-৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। তবে পুরো পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পুরো পরীক্ষা শেষ করতে এখনো অনেক সময় লাগবে।