
আমাদের সমাজে বিয়ের দিন রাজার আদর পান বর। খাতির যত্নে এতটুকু খামতি থাকেনা। কিন্ত পৃথিবীতে বসবাস করা নানা জনজাতির রয়েছে নিজস্ব নানা সংস্কৃতি। বংশ পরম্পরায় যুগের পর যুগ ধরে এ ধরনের রীতি পালন করে আসছেন তারা।
আফ্রিকার নাইজেরিয়ায় ফুলানি নামে একটি জনজাতির বাস। তাদের মধ্যে একটি প্রথা প্রচলিত যাকে তারা শারো বলে অভিহিত করে থাকে। এই শারো হল বর পেটানো। সনাতনি প্রথা মেনে হবু বরকে বেদম মার।
যখন ওই জনজাতিতে কোনও বিয়ে স্থির হয় তখন হবু বরকে ওই জনজাতির বয়স্করা ধরে মারেন। এই মার কিন্তু দাঁত চেপে সহ্য করতে হবে ওই যুবককে।
যদি যুবক কোনওভাবে ওই মার সহ্য করতে অসমর্থ হন। তাহলে বিয়ে বাতিল হয়ে যায়। ফলে স্ত্রী পেতে এখানে মার খেতেই হবে। আর যতক্ষণ মার চলবে ততক্ষণ তা দাঁত চেপে সহ্যও করে যেতে হবে।
কষ্ট হলেও মুখে শব্দ করা চলবে না। এই যন্ত্রণা সহ্য করে নিতে পারলে ওই যুবকের বিয়েতে আর কোনও বাধা থাকেনা। এভাবে মার সহ্য করে বিয়ে করার পর ওই যুবকের ফুলানি জনজাতিতে সম্মানও বাড়ে।