ঢাকা Tuesday, 07 May 2024

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে ধরা পড়লেই শাস্তি : শিক্ষামন্ত্রী 

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 23:48, 29 April 2023

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে ধরা পড়লেই শাস্তি : শিক্ষামন্ত্রী 

আগামীকাল রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষা চলাকালে কেউ প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ‘কঠোর’ শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ গুজব ছড়িয়ে ধরা পড়লে কঠোর শাস্তি দেয়া হবে। 

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত অ্যাকাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে আর অগ্নিসন্ত্রাসী বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ ইসলাম জ্যাকব। অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী প্রমুখ।