ঢাকা Sunday, 16 June 2024

বকশীগঞ্জে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: 20:30, 22 May 2024

বকশীগঞ্জে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত 

জামালপুরের বকশীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় রাফিয়া আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার কাগমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফিয়া আক্তার মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর গ্রামের মিশু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর গ্রামের প্রাইভেটকার চালক মিশু মিয়ার স্ত্রী কাজল আক্তার তার তিন বছরের কন্যা রাফিয়াকে নিয়ে সকালে বাবার বাড়ি পৌর এলাকার কাগমারী পাড়াতে বেড়াতে যান।

বিকালে শিশু রাফিয়া তার নানা কালাম মিয়ার সঙ্গে কাগমারী পাড়া গ্রামের পাকা রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এসময় রাস্তা পার হতে গেলে একটি অটোভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে রাফিয়া গুরুতর আহত হয়। এসময় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।