ঢাকা Thursday, 02 May 2024

চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 16:33, 19 April 2024

চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি

তীব্র তাপদাহে নাকাল দেশ। এর মধ্যে দেশের পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় অন্যান্য বারের মতো এবাবো তীব্র গরম অনুভূত হচ্ছে। গত তিনদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করে চলেছে এই জেলা। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন হিট অ্যালার্ট জারি করেছে। 

প্রশাসনের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আরো কয়েকদিন এমন তাপদাহ অব্যাহত থাকতে পারে। এখনই এই এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

এদিকে গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর তা বেড়ে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১৫ শতাংশ।