ঢাকা Thursday, 02 May 2024

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরো ১৩ বিজিপি সদস্য

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 11:16, 19 April 2024

আপডেট: 13:08, 19 April 2024

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরো ১৩ বিজিপি সদস্য

মিয়ানমার থেকে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরো ১৩ সদস্য পালিয়ে বাংলাদেশে চলে এসেছেন। তাদের রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাদের নিরস্ত্র করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, নাফ নদী সীমান্ত অতিক্রম করে ১৩ বিজিপি সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এসময় তারা কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন। পরে কোস্টগার্ড তাদের বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১৩ বিজিবি) কাছে হস্তান্তর করে। বর্তমানে মিয়ানমারের মোট ২৭৪ জন বিজিপি ও সেনাসদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।