ঢাকা Thursday, 02 May 2024

নকলায় প্রতারণার আভিযোগে আ.লীগ নেতাকে গণধোলাই

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: 11:46, 1 April 2024

নকলায় প্রতারণার আভিযোগে আ.লীগ নেতাকে গণধোলাই

শেরপুরের নকলা উপজেলায় নকলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি প্রতারণার আভিযোগে গণধোলাই এর শিকার হয়েছেন। 

রোববার (৩১ মার্চ) বিকেলে শেরপুরের আননাসা ফাউন্ডেশন নামের একটি  প্রতিষ্ঠান ন্যায্য মূল্যের পন্য বিক্রি করতে আসে শেরপুরের নকলা উপজেলার নকলা ইউপির ধনাকুশা উচ্চ বিদালয় মাঠে। এজন্য তারা আগেই এলাকাবাসীদের কাছে ১৪ শত কার্ড বিক্রি করেন। এময় প্রতিটি কার্ডে  ২০ টাকা হিসেবে ২৮ হাজার টাকা হাতিয়ে নেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি 'রবি'। 

সকলকেই পণ্য দেয়ার কথা থাকলেও তারা ৬শ কার্ডের পণ্য নিয়ে আসেন। এই নিয়ে স্থানীয় লোকজনসহ ক্রেতারা ক্ষুব্ধ হয়ে দুপুর ১২টা থেকে তাকে অবরোধ করে রাখেন। এক পর্যায়ে গণধোলাইয়ের শিকার হন 'রবি'। পরে পুলিশ  ঘটনাস্থলে উপস্থিত হয়ে 'রবি'কে থানা হেফাতজতে নিয়ে আসে।

এসময় আওয়ামী লীগ নেতা 'রবি' পুলিশের হেফাজতে থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানায়, রবিউল ইসলাম রবিকে জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।