ঢাকা Sunday, 16 June 2024

নিপুণের নামে মামলা হবে ৬৪ জেলায়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: 19:20, 22 May 2024

নিপুণের নামে মামলা হবে ৬৪ জেলায়

চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে দেশের ৬৪টি জেলায় মামলা হতে পারে। এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব।

বুধবার (২২ মে) চলচ্চিত্রের ১৯টি সংগঠনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডি এ তায়েব এ কথা জানান।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ২৫ দিন পর আদালতে রিট করেছেন নিপুণ। এ নিয়ে বুধবার দিনব্যাপী উত্তাল ছিল এফডিসি। তার এমন কাণ্ডে বৈঠক করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন।

ওই বৈঠক শেষে ডি এ তায়েব বলেন, ওনার (নিপুণ) বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হচ্ছে। আমার ভক্তরা তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করবে। তারা এরই মধ্যে সবকিছু রেডি করে ফেলেছে। ৫০১ ধারায় মামলা করবে। আমার ভক্তরা মনে করছে, নিপুণ আমার মানহানি করেছে। সেজন্য তারা নিপুণের নামে মামলা করবে।