ঢাকা Saturday, 27 July 2024

লন্ডনে গান গেয়ে সমালোচনায় ফারিণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: 19:16, 11 June 2024

লন্ডনে গান গেয়ে সমালোচনায় ফারিণ

চলতি বছর ঈদুল ফিতরে ‘রঙে রঙে রঙিন হবো’ গানটি গেয়ে হইচই ফেলে দিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে গানটি গেয়ে শোনান ফারিণ। 

এরপরই সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে বয়ে যায় প্রশংসার ঝড়। রেকর্ড পরিমাণ ভিউ হয় গানের ভিডিওটির।

কিন্তু সম্প্রতি লন্ডনের মঞ্চে সেই গানটি গেয়েই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী ফারিণ। কারণ লন্ডনে গাওয়া গানের সঙ্গে ‘ইত্যাদি’তে গাওয়া সুরের ছিল অনেক ফারাক।

এরপরই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। নানাজন নানা কথা লিখছেন ফারিণকে উদ্দেশ করে। 

কেউ কেউ বলছেন, ‘ইত্যাদি’তে প্রচারিত ফারিণের গাওয়া গানটিতে অতিমাত্রায় অটো-টিউন ব্যবহার করা হয়েছে।

আফসানা হক নামে একজন লিখেছেন, ‘হাতে মাইক্রোফোন নিলে শিল্পী হয় না, শিল্পী হতে হলে সাধনা করা দরকার।’

আরেকজন লিখেছেন, ‘পেশাদার গায়িকা না হয়ে গানের দাওয়াতে না যাওয়া ভালো। যে হারে গানের দাওয়াত গ্রহণ করা শুরু করেছে পেশাদার গায়িকারাও এভাবে করেন না।...’ 

অবশ্য কেউ কেউ আবার ফারিণেরও পক্ষ নিচ্ছেন। তেমনই একজন আদৃতা তাসনিম। তিনি লিখেছেন, ‘লাইভে গান গাওয়া আর অনুষ্ঠানে গান গাওয়ার ফারাক অনেক। লন্ডনে তিনি (ফারিণ) ভালোই গাইছেন গান, কিন্তু সমস্যা ছিল মিউজিকে। লাইভে গান গাওয়ার আগে মিউজিক, স্কেল সব ঠিক করে মহড়া করে তারপর গাইতে হয়।’

এদিকে ‘ইত্যাদি’তে প্রচারিত গানের সঙ্গে লন্ডনে গাওয়া গানের সুরের এত ফারাক নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেত্রী-গায়িকা ফারিণ।