
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি বিভাগ থেকে রোপা আমন ধানের জন্য ক্ষতিকর পোকা সনাক্তকরণে আলোক ফাঁদ পাতা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, সব পোকা ক্ষতিকর নয়। এখন উপজেলার বিভিন্ন মাঠে নানা জাতের রোপা আমন ধান লাগানো হয়েছে।
তিনি বলেন, সপ্তাহের বিভিন্ন ধানক্ষেতে গিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা আলোক ফাঁদে ধরা পড়া পোকাদের মধ্যে ক্ষতিকর পোকা চিহ্নিত করবেন। এরপর সে মোতাবেক কৃষকদের সঠিক ওষুধ ব্যবহারের বিষয় জানাবেন। এতে ধান আবাদে খরচ কমবে, অহেতুক কীটনাশকের ব্যবহারও কমবে।