ঢাকা Friday, 26 April 2024

যেভাবে বাড়াবেন ত্বকের উজ্জ্বলতা

স্টার সংবাদ ডেস্ক

প্রকাশিত: 21:29, 4 March 2023

যেভাবে বাড়াবেন ত্বকের উজ্জ্বলতা

ছবি : ইন্টারনেট

অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভ্যাস, ঘুমের অভাব সর্বোপরি ঠিকমতো ত্বকের যত্ন না নেওয়ায় ত্বক মলিন দেখায়। রূপবিশেষজ্ঞরা বলছেন, ঘুমানোর আগে কিছু কাজ করলেই রাতারাতি ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

নারকেল তেল ব্যবহার: উজ্জ্বল ত্বক পেতে ত্বকে নারকেল তেল লাগাতে পারেন। ময়েশ্চারাইজার হিসেবে নিয়মিতই এটি ব্যবহার করা যায়।

বাদাম তেল: বাদামের তেল ত্বকের জন্য দারুণ উপকারী। এটি ব্যবহারে ত্বকে সুন্দর প্রাকৃতিক আভা দেখা দেয়। এই তেল ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন হয়ে ত্বক সতেজ দেখায়।

দুধ : দুধ ত্বকের জন্য দারুণ উপকারী। প্রতিদিন ঘুমানোর আগে কাঁচা ঠান্ডা দুধ ব্যবহার করুন। ত্বক প্রাকৃতিকভাবে সুন্দর হয়ে উঠবে।

মধু: মধুতে থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান ত্বকের ক্ষতি রোধ করে।

গোলাপ জল : তৈলাক্ত, শুষ্ক যে ধরনেরই হোক না কেন সব ত্বকেই গোলাপ জল ব্যবহার করা যায়। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে গোলাপ জল বেশ উপকারী।