ঢাকা Saturday, 27 July 2024

পবিত্র আশুরা ২৯ জুলাই

স্টার সংবাদ

প্রকাশিত: 21:28, 18 July 2023

পবিত্র আশুরা ২৯ জুলাই

বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই হিসাব অনুসারে আগামী ২৯ জুলাই শনিবার পালিত হবে পবিত্র আশুরা। এদিন সরকারি ছুটির দিন।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় ঢাকায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২০ জুলাই থেকে মহররম মাস গণনা শুরু হবে। এই মাসের ১০ তারিখে পালিত হয় পবিত্র আশুরা। 

কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনাসহ নানা কারণে আশুরা বিশ্বের মুসলমান ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।

এছাড়া ইসলামে আশুরা অত্যন্ত গুরুত্ববহ একটি দিন। ইসলামের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা এই দিকে সংঘটিত হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, এই দিনে কিয়ামত অর্থাৎ পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। অনেক ধর্মপ্রাণ মুসলমান দিনটিতে রোজা থেকে থাকেন।