ঢাকা Thursday, 25 April 2024

যত টাকা নিতে পারবেন হজযাত্রীরা

স্টার সংবাদ

প্রকাশিত: 01:18, 3 May 2023

আপডেট: 17:53, 3 May 2023

যত টাকা নিতে পারবেন হজযাত্রীরা

পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে যেসব বাংলাদেশি সৌদি আরবে যাচ্ছেন তারা হাত খরচের জন্য নিতে পারবেন সর্বোচ্চ ১ হাজার ২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। 

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে মঙ্গলবার (২ মে) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজের সার্বিক খরচ ছাড়া প্রত্যেক হজযাত্রী ১ হাজার ২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে হজযাত্রীদের জন্য ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। 

কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়করণের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ও গমনেচ্ছু প্রত্যেক হজযাত্রীর সৌদি পর্বের যাবতীয় ব্যয় বাবদ সর্বনিম্ন ৪ লাখ ৪৩ হাজার ৫২৯ টাকার সমপরিমাণ ১৫ হাজার ৬২২ সৌদি রিয়াল যথাযথ আর্থিক বিধিবিধান অনুসরণ করে হজযাত্রীদের নামের তালিকা দাখিল সাপেক্ষে নিজ নিজ এজেন্সি আইবিএএনের মাধ্যমে সৌদি আরবে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে সৌদি আরবে। এর পরদিন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে।