ঢাকা Saturday, 04 May 2024

পদোন্নতি পেলেন ১২৭ জন যুগ্ম সচিব

স্টার সংবাদ

প্রকাশিত: 20:38, 22 April 2024

পদোন্নতি পেলেন ১২৭ জন যুগ্ম সচিব

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১২৭ জন যুগ্ম সচিব। সোমবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতির এই আদেশ জারি করেছে। 

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে এই কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিয়ে প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৪১৫ জন। অবশ্য অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ২১২টি। অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মোবাইল নাম্বার ও ইমেইল অ্যাড্রেস উল্লেখ করে যোগদানপত্র [email protected] ঠিকানায় পাঠাতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে ১৮তম ব্যাচকে মূল ব্যাচ হিসেবে বিবেচনায় নেয়া হয়েছে। একই সঙ্গে এর আগের ব্যাচগুলোর বঞ্চিতরাও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। নিয়মিত পদ না থাকায় পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের বেশির ভাগকেই পদোন্নতির আগে যেখানে ছিলেন, সেই কর্মস্থলেই থাকবেন অর্থাৎ ইনসিটু রাখা হবে।