ঢাকা Saturday, 04 May 2024

অনিবন্ধিত অনলাইন পত্রিকা বন্ধ করে দেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

স্টার সংবাদ

প্রকাশিত: 19:46, 20 April 2024

অনিবন্ধিত অনলাইন পত্রিকা বন্ধ করে দেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, দেশের প্রতিষ্ঠিত বিভিন্ন গণমাধ্যমের অনলাইন, নিবন্ধিত এবং আবেদিত ছাড়া সব অনলাইন পত্রিকা বন্ধ করে দেয়া হবে। 

শনিবার (২০ এপ্রিল) দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রতিষ্ঠিত গণমাধ্যমের ২১৩টি অনলাইন আছে আর রেজিস্টার্ড অনলাইন আছে ২১৩টি। অর্থাৎ মোট ৪২৬ অনলাইন আছে। এর বাইরে দরখাস্ত করেছে এমন, প্রক্রিয়াধীন আছে, সবগুলোর লিস্ট করতে বলা হয়েছে। 

তিনি আরো বলেন, এর বাইরে যত অনলাইন নিউজ পোর্টাল আছে, সেগুলো আপনাদের দাবি ছিল - সব বন্ধ করে দেয়া, সেগুলো আমরা সব বন্ধ করে দেব। দরখাস্ত করলে নিবন্ধন পাওয়ার আগ পর্যন্ত খোলা থাকবে, নিবন্ধন না পেলে আবার বন্ধ করে দেয়া হবে।

কবে এসব অনলাইন বন্ধ করা হবে - সে বিষয়ে কিছু জানাননি তথ্য প্রতিমন্ত্রী।  

এ সময় গণমাধ্যম প্রতিনিধিদের মতামত নিয়ে প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন দ্রুত সময়ের মধ্যে পাস করার প্রত্যাশার কথা জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।